
বাইডেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৮ নভেম্বর) এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাইডেনের বিজয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কোন প্রভাব পড়বে না। বরং কিছু ইস্যুতে নতুন গতি আসতে পারে। একইসাথে বঙ্গবন্ধুর পলাতক খুনী রাশেদ চৌধুরীকে দ্রুত ফেরাতেও বাইডেন প্রশাসন আন্তরিক হবেন বলে আশা করা হচ্ছে।
টান টান উত্তেজনার নির্বাচনে জিতে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা জো বাইডেন। আর প্রথম কোন নারী নির্বাচিত হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট ও তার রানিং মেটকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Originally posted 2020-11-08 22:00:45.