ফ্রান্সে ৩ এপ্রিল থেকে দেশজুড়ে লকডাউন, ৩ সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রন ৩ এপ্রিল থেকে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন। এসময় বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার প্যারিসের ইলিসি প্রাসাদে কোভিড -১৯ সম্পর্কে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির পর থেকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজারে পৌঁছেছে। এখনই আমাদের করোনার লাগাম টেনে ধরতে হবে। একারণে নিয়ম মেনে নিজেকে ও অন্যকে রক্ষা করার আহবান জানান তিনি।

শনিবার থেকে সকল অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।
এর আগে মার্চ মাসের শুরুর দিকে ফ্রান্সের ১৬টি অঞ্চলে লকডাউন জারি করা হয়। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে যা দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন।
বিশ্বব্যাপী করোনা মহামারি আবারও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। সেখানে মহামারি রোধে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।

Originally posted 2021-04-01 04:00:42.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *