ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

ফ্রান্সের পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে সহিংস কলহের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত হয়েছেন৷ বুধবার মধ্যরাতে পারিবারিক কলহের জেরে আটক নারীকে উদ্ধার করতে গিয়ে তারা নিহত হন।

পুয়ে-দে-দোম গ্রামের একটি বাড়ির ছাদে ঐ নারীকে আটকে রাখা হয়৷ তাকে উদ্ধার করতে পুলিশ কর্মকর্তারা এগিয়ে গেলে ৪৮ বছর বয়সি এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে৷ গুলিবিদ্ধ তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হন৷
বন্দুকধারী ব্যক্তি পুলিশের ওপর গুলি চালানোর পর বাড়িতে আগুন লাগিয়ে দেন৷ দমকল বাহিনি এখনো আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত৷

ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের ওপর গুলি চালানো ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি৷ তিনি আগুনে পুড়ে গেছেন, নাকি আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছেন, সে সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাস্তঁ এক বিবৃতিতে বুধবারের ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড দার্নানিনও এক টুইট বার্তায় গভীর শ্রদ্ধা জানিয়েছেন নিহত তিন পুলিশ কর্মকর্তার প্রতি৷

Originally posted 2020-12-24 05:00:30.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *