
ফ্রান্সের স্কুল শিক্ষক হত্যার আসামি ১৩ বছরের স্কুলছাত্রী

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছিল গত অক্টোবরে। সেই ঘটনায় হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছে স্কুলটির ১৩ বছরের এক ছাত্রী। মঙ্গলবার (৯ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য।
নিহত শিক্ষকের আইনজীবী জানান, গত বছরের অক্টোবরে শিক্ষক স্যামুয়েল প্যাতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেন। এ সময় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে যায়।
পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ছাত্রীটি বলেছে, বাড়ি গিয়ে আমি আমার বাবা-মাকে বিষয়টি বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথাটি জানিয়ে পোস্ট দিলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটির বাবা এবং ফেসবুকে ছড়িয়ে দেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি। এরপরই আব্দুল্লাখ আজোরোভ নামে ১৮ বছরের এক চেচেন বংশোদ্ভূত যুবক গলা কেটে ওই শিক্ষককে হত্যা করে। পুলিশও ওই যুবককে গুলি করে হত্যা করে। ছাত্রীটির আইনজীবী বেকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না।
Originally posted 2021-03-10 04:28:36.