জাতির উদ্দেশ্যে ভাষণে চীনের বিরুদ্ধে টু-শব্দটিও করলেন না মোদি

সীমান্তে উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ মিনিটের ভাষণে চীনের বিরুদ্ধে একটি কথাও বলেননি তিনি। পুরো ভাষণে দেশের করোনা পরিস্থিতি স্থান পায়।মঙ্গলবার বিকাল চারটায় তার এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

১৫ জুন লাদাখে দুই প্রতিবেশী দেশের সংঘর্ষের ঘটনার ভারতীয় ২০ সেনা নিহতের পরে এটি তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ।

ভাষণে এদিন মোদি দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের অন্য দেশের তুলনায় ভালো।সময় মতো লকডাউন করায় অনেক বেশি মাত্রায় করোনাভাইরাসের সংক্রমণ আটকানো গেছে।

তিনি জানিয়েছেন, নভেম্বর পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্য খাদ্যশস্য পাবেন। এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হবে।

এর আগে রোববার মন কি বাত রেডিও অনুষ্ঠানে মোদি বলেছিলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে।

মোদি বলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমন শত্রুদের জবাব দিতেও জানে। আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে, মাতৃভূমিকে আক্রমণে কাউকে ছাড় দেবে না।

Originally posted 2020-07-01 05:48:56.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *