ঘরেও মাস্ক পরা বাধ্যতামূলক করলো ফ্রান্স ও হংকং

করোনাভাইরাসের বিস্তাররোধে বাইরে তো বটেই এখন ঘরেও জনসমাগমের মধ্যে পড়তে হবে মাস্ক। রোববার এমন ডিক্রি জারি করলো ফ্রান্স ও হংকং।

ফ্রান্সে সোমবার থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। নীতিমালা ভঙ্গ করলে গুণতে হবে ১৫৪ ডলার। গেলো মাসে, লকডাউন শিথিলের পরই গণপরিবহন, জনসমাবেশ ও অফিস-আদালতে মাস্ক পরিধাণ বাধ্যতামূলক করে ফ্রান্স। কোভিড নাইনটিন আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজারের বেশি মানুষ; সংক্রমিত পৌণে দু’লাখ।

রোববার, একদিনে ১০৮ জন রোগী শনাক্তের পর, একইরকম পদক্ষেপ গ্রহণ করেছে হংকং। এছাড়া, ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণেরও ঘোষণা দেন প্রধান নির্বাহী ক্যারি লাম।

Originally posted 2020-07-21 07:41:44.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *