
গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আরপিও’র ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো। কাদের কারণে নির্বাচনে এমন পরিস্থিতির সৃষ্টি হলো তা তদন্ত করে দেখবে ইসি।
ভোটের পরবর্তী তারিখ পরে নির্ধারণ করা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি বলেছেন, আইন ভঙ্গ করে গোপন কক্ষে প্রবেশ করে ভোট দিতে আমরা স্বচক্ষে দেখেছি।
তিনি বলেন, মূল অ্যাকশন হিসেবে আমরা প্রথমেই কেন্দ্র বন্ধ করেছি। টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি যে, আমরা এখান থেকে সিসি ক্যামেরায় সব দেখতে পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিয়েছি।
সিইসি জানান, যদি মনে হয় নির্বাচন সঠিকভাবে হচ্ছে না তাহলে তা বন্ধ করে দিতে পারে কমিশন। এ বিষয়ে যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো, তখন জানাবো।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা অনেককেই দেখছি যে, গেঞ্জি-শাড়ি পরে যেখানে প্রতীক আছে সেখানে গেছেন। তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। এটা সুশৃঙ্খল নির্বাচনের পরিপন্থী। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত। যারা আইন মানছেন না তাদের আমরা ডাকাত-দুর্বৃত্ত বলতেই পারি। কারণ আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।