কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম

ঢাকা-৭ আসনের তিনবারের সংসদ সদস্য হাজী মো. সেলিমের তৃতীয় পুত্র ও সাজাপ্রাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে পদ থেকে সাময়িকের জন্য বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলাবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে পদ থেকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকারের সিটি করপোরেশন আইনে, কোনেও জনপ্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তাকে বরখাস্ত করার বিধান আছে।

নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের পর সোমবার হাজী সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটকি পাওয়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফানকে এক বছর কারাদণ্ড দেন।

ইরফান সেলিমকে বরখাস্তের প্রজ্ঞাপন আজই জারি করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

গেল ফেব্রুয়ারিতে ইরফান দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন।

তিনি ঢাকা-৭ আসনের তিনবারের সংসদ সদস্য হাজী মো. সেলিমের তৃতীয় পুত্র এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী- ৪ (সদর- সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর মেয়ের জামাই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *