
করোনা সংক্রমণে ইতালিকে ছাড়ালো ভারত

ভারতে লকডাউন শিথিল হওয়ার মধ্যে করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেলো ভারত। গত চব্বিশ ঘন্টায় প্রায় দশ হাজার নতুন সংক্রমণ ধরা পড়ে ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জনে গিয়ে দাঁড়িয়েছে্। মারা গেছে ৬,৬৪৯ জন। এর ফলে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এখন ইতালির চেয়ে বেশি।বিশ্বে আক্রান্তের হারের হিসাবে ভারত এখন ষষ্ঠ স্থানে।
ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত মার্চের শেষে ভারতে যে কঠোর লকডাউন জারি করা হয়েছিল, এখন তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। মুম্বাইয়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। আর রাজধানী দিল্লিতে হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বলে জানা যাচ্ছে।
ইতোমধ্যে শপিং মল, উপাসনাস্থল, রেস্তোরাঁ এবং অফিসগুলো সোমবার থেকে আবার খুলে দেয়া হচ্ছে। সংখ্যার বিচারে ভারত বিশ্বে আক্রান্তের তালিকায় ছয় নম্বরে থাকলেও মৃত্যুর হিসাবে ভারতের স্থান বিশ্বে ১২ নম্বরে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে যেভাবে শনাক্তের হার বাড়ছে, তাতে মনে হচ্ছে দেশটিতে সংক্রমণ গ্রাফের চূড়ায় পৌঁছচ্ছে দেরি করে।
সোশাল মিডিয়াতে বহু ভারতীয় চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রে তাদের যে ভোগান্তিতে পড়তে হচ্ছে তা নিয়ে কথা বলছে। কোন কোন হাসপাতাল রোগীদের বলেছে তাদের কাছে যথেষ্ট পরীক্ষা সরঞ্জাম নেই।
Originally posted 2020-06-06 21:06:07.