করোনায় পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম : ডিএমপি

দেশে করোনা পরিস্থিতিতে পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হলো যোগব্যায়াম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার থেকে ঢাকা মহানগর পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সম্মূখ যোদ্ধার ভূমিকায় পুলিশ সদস্যদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম রোগ প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ডিএমপি জানিয়েছে।

ডিএমপি এসি ফোর্স কে এন রায় নিয়তি আজ বিষয়টি জানান। তিনি বলেন, ‘শুক্রবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে একটি ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়। এতে ডিএমপির দুই শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।’

ইয়োগা সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ইয়োগা বা যোগব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না, রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনা ও ডিসি (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার তত্ত্বাবধানে আজ শুক্রবার থেকে এই ইয়োগা সেশন শুরু হয়। বলেও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ‘প্রতিদিন নিয়মিত শরীরচর্চার পাশাপাশি শুক্র ও শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত ইয়াগা সেশন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সকলে এই সেশনে অংশ গ্রহণ করে ইয়োগার বিভিন্ন কলা-কৌশল রপ্ত করে নিয়মিত চর্চা করবেন।’

সূত্র: বাসস

Originally posted 2020-06-13 06:02:09.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *