
করোনার দ্বিতীয় ঢেউ অতিক্রম করেছি, তৃতীয় ঢেউ ঠেকাতে সবকিছু করবোঃ ম্যাক্রন

আমরা করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সফলতার সঙ্গে অতিক্রম করেছি। এবার তৃতীয় ঢেউ ঠেকাতে সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসী রাষ্ট্রপতি ইমমানুয়েল ম্যাক্রন।
তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে লকডাউনটি শিথিল করে ক্রিসমাস উদযাপনের জ্ন্য দোকান, থিয়েটার এবং সিনেমা হল গুলি পুনরায় খোলার ব্যবস্থা করা হবে। যাতে সাধারণ মানুষ পরিবারের বাকি সদস্যের সঙ্গে ছুটি কাটাতে পারে। তবে রেস্তোঁরা, ক্যাফে এবং বারগুলি জানুয়ারী পর্যন্ত বন্ধ রাখা হবে।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ভাইরাসের বিস্তার কমিয়ে দিয়েছি, তবে করোনা এখনো শেষ হয়নি। সেকারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত লকডাউনের মেয়াদ বড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
Originally posted 2020-11-25 05:18:08.