ইমরান খানকে টিকতে হলে দরকার ১৭২ ভোট

আগামী ৩ এপ্রিল পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। দেশটির জিয়ো টিভি জানিয়েছে, এই মুহূর্তে বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অপর দিকে ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট। ইমরান খানকে টিকতে হলে দরকার ১৭২ ভোট।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের চেষ্টায় একাট্টা দেশটির বিরোধী দলগুলো। এ নিয়ে দেশটির জাতীয় পরিষদে ইতোমধ্যে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) অধিবেশন শুরু হয়েছে।

এরই মধ্যে ইমরান খান আজ বিকেলে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সঙ্গে বিকেলে বৈঠক ডেকেছেন। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ভবনে আজ বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ ভূমিকা পালন করে। ইমরান খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *