
ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট-বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত জো বাইডেনের সংগ্রহে ছিল ২৬৪ ইলেকটোরাল ভোট। কিন্তু সময় যত গড়াতে থাকে বিজয় তত ধরা দিতে থাকে। কারণ জয়ের দোরগোড়ায় অবস্থান করছিলেন ডেমোক্র্যাটরা। ২৭০ ছুঁতে পারলেই প্রেসিডেন্ট হয়ে বাইডেন চলে যাবেন হোয়াইট হাউজে।
এদিন সন্ধ্যার পরেই প্রথম জয় আসে ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া থেকে। সেখান থেকে বাইডেনের সংগ্রহে যোগ হয় ২০ ইলেকটোরাল ভোট। এতেই বিজয় নিশ্চিত হয় বাইডেনের। এর কিছু পরেই অঙ্গরাজ্য নেভাদাও ধরা দেয় বাইডেন শিবিরে। এতে বাইডেন পেয়ে যান আরও ৬ ইলেকটোরাল ভোট। দুই রাজ্যের জয় নিয়ে মোট ২৯০ ইলেকটোরাল ভোট অর্জন করে হোয়াইট হাউজে যেতে চূড়ান্ত বিজয় পান বাইডেন। যদিও এখনো তিনটি রাজ্যের গণনা চলছে। যার আরও একটিতে এগিয়ে রয়েছেন বাইডেন।
জয়ের পরেই দেশটির ভোটারদের নিয়ে আবেগঘন বার্তা দেন বাইডেন। টুইটে তিনি লেখেন, ‘আমেরিকা, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি: আমি সব মার্কিনের প্রেসিডেন্ট হব—আমাকে ভোট দিন বা না দিন। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা আমি রক্ষা করব।’
নির্বাচিত হওয়ার পর একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে কমলা হ্যারিস। তিনি বলেন, এই নির্বাচন আমার ও বাইডেনের জন্য অনেক বেশি কিছু। এটি আমেরিকার আত্মা এবং এর জন্য লড়াই করতে আমাদের আগ্রহ সম্পর্কে। আমাদের সামনে অনেক কাজ আছে। চল শুরু করি।
যদিও এ ফল প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নেবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, এই পরাজয় মেনে নাও নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। তার দাবি, ভোট জালিয়াতির প্রমাণ নেই।
তবে ম্যাজিক ফিগার অতিক্রম করার পরপরেই ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন পেতে শুরু করেন বাইডেন। সাথে কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছে কমলা হ্যারিসকে।
এদিকে ইলেকটোরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। বাইডেনের দাবি, তিনি ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
Originally posted 2020-11-08 04:48:51.