আরও ৪টি তেল-গ্যাস ক্ষেত্র পেয়েছে সৌদি আরব

সৌদি আরবে আরও চারটি নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে দেশটির তেল কোম্পানি এরামকো। রোববার (২৭ ডিসেম্বর) জ্বালানিমন্ত্রী প্রিন্স আবুদল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

দাহরানের আল রেশ তেল ক্ষেত্রে নতুন চারটি উৎসের সন্ধান পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শহরটিতে অধিকাংশ তেল শিল্পের প্রধান প্রশাসনিক কার্যালয় অবস্থিত।

নতুন তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারকে বিশেষ গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল রফতানির মাধ্যমে তওয়াইক পবর্তমালা গঠন কার্যক্রম গতি পাবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, বর্তমানে দ্বিতীয় ক্ষেত্র থেকে প্রতিদিন ৪ হাজার ৪৫২ ব্যারেল তেল এবং ৩২ লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন সম্ভব। তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্র থেকে ঠিক কি পরিমাণ তেল গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করছে সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে ৩ নং ক্ষেত্র থেকে ২ হাজার ৭৪৫ ব্যারেল তেল এবং ৩০ লাখ ঘনফুট প্রাকৃতিক পাওয়া যাচ্ছে। চতুর্থ ক্ষেত্র থেকে প্রতিদিন ৩ হাজার ৬৫৪ ব্যারেল তেল এবং ১৬ লাখ ঘনফুট প্রাকৃতি গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে বলেও জানানো হয়।

তবে ক্ষেত্রগুলো কি পরিমাণ মজুদ আছে এবং কি পরিমাণ উত্তোলন সম্ভব তা অনুসন্ধান চলছে বলেও জানান মন্ত্রী।

Originally posted 2020-12-27 20:27:35.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *