অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গোয়েন্দা বাহিনী আলেমদের মিসগাইড করছে। সরকারকে আমি বলব, অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না। তাদেরকে কথা বলতে দেন। আমাদের দরকার ভালোভাবে বেঁচে থাকা। অহেতুক বিতর্ক সৃষ্টি না করে আপনি বরং যে কাজটা করতে পারেন, আপনি আপনার উন্নয়নের জন্য পুলিশকে অনুরোধ করেন তারা যেন ফুটপাত থেকে, রিকশাচালক ও দিনমজুরের কাছ থেকে ঘুষ না খায়। তাতে অনেকে লাভবান হবেন।

দেশে ধর্ষণ-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

ভাস্কর্য স্থাপনের বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে আওয়াজ তুলবেন না। মূর্তি, এটা একটি অহেতুক বিতর্ক। আলেমগণ আপনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনাদের দায়িত্ব হবে মানবিক। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না। আজকে আমি মনে করি মানবিক কল্যাণের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীকে একটি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই যে এত পরিশ্রম, এত উন্নয়ন কর্মকাণ্ড সেগুলোর মূল্যায়ন করতে হলে আপনারা একটি মধ্যবর্তী নির্বাচন দিন। তাতে জনগণ ঠিক করবে আপনাদের কর্মকাণ্ডে তারা কতটা সন্তুষ্ট।

মানবিক করণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিএনপিকেও রাজপাথে নামার আহ্বান জানান প্রবীণ এই রাজনৈতিক বিশ্লেষক।

Originally posted 2020-11-30 23:22:29.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *