৫ দিনে সালমানের রাধে’র আয় ১৮৩ কোটি রুপি

সালমান খান অভিনীত ঈদের সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছে গত ১৩ মে। ছবিটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম ও দেশের বাইরে সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস আয় হয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি। সপ্তাহ শেষে তা আড়াইশ’ কোটি রুপি ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটির পাশাপাশি ‘রাধে’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

প্রথম দিনেই ৪২ লাখ ভিউয়ারের রেকর্ড গড়েছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে’। এ ছাড়াও, ছবিটি মুক্তির দিন ১০ লাখের বেশি ইউজ়ার এক সঙ্গে জ়িফাইভে লগ ইন করার চেষ্টা করলে সার্ভার ক্র্যাশ করেছিল।

ওটিটি ও প্রেক্ষাগৃহ থেকে অর্থ আসলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পেতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি।

মুক্তির পর পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ কারণে খেপেছেন ভাইজান সালমান খান।

Originally posted 2021-05-17 19:43:28.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *