
রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনছে ভারত

যুক্তরাষ্ট্র, চীনের পরেই বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী রাষ্ট্র ভারত। দেশটিতে ব্যবহৃত তেলের ৮০ শতাংশই আমদানি করতে হয়। ২০২১ সালে রাশিয়া থেকে ১২ মিলিয়ন ব্যারল তেল আমদানি করেছে ভারত। যা মোট প্রয়োজনের দুই শতাংশ ছিলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। যার প্রভাব পড়েছে দেশটির বাণিজ্যে। সংকট নিরসনে তাই ডিসকাউন্টে তেল বিক্রি করছে দেশটি। এর সুবিধাই নিচ্ছে ভারত।
বিবিসি জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে কোনো তেল আমদানি করেনি ভারত। কিন্তু এরপরেই কী যেন হলো, মস্কো থেকে এখন পর্যন্ত মোট ৬ মিলিয়ন তেল আমদানি করেছে দিল্লি। তবে ভারত সরকারের দাবি, মোট আমদানির তুলনায় খুব কম পরিমাণ তেলই রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে।