যুদ্ধের প্রভাবেই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে : এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বিশ্ব বাজারে সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে। বাজারে করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে।

শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী ক্যাম্পে দেশের ৪২টি জেলা থেকে ৪০০ জন ক্যাডেট অংশ নিয়েছেন।

মন্ত্রী বলেন, জনগণের সুবিধার্থে পর্যাক্রমে তেল, ডাল ও চালসহ আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের অর্পিত কর প্রত্যাহার করা হবে। দেশের উন্নয়নের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসাবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে। এটা নিরসনে সরকার কাজ করছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *