ম্যাক্রোনকে বিশ্বনেতাদের অভিনন্দন

আরো পাঁচ বছরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন ইমানুয়েল ম্যাক্রোন। প্রধান প্রতিদ্বন্দ্বি কট্টর ডানপম্হি প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। ম্যাক্রঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ। খবর বিবিসি ও ডয়চেভেলের

জয়ের পর আইফেল টাওয়ারের বেদীতে সমর্থকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি সবার প্রেসিডেন্ট হবেন। এদিকে হেরে যাওয়ার পরেও লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন। ম্যাক্রঁর এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তাদের ভয় ছিল কট্টর ডানপম্হি প্রার্থীরা কয়েক দফা নীতি বিরোধী প্রস্তাব করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রান্সের ভোটারদের আহ্বান জানিয়েছিলেন ম্যাক্রঁকে ভোট দিতে। তিনি স্বাগত জানিয়ে ম্যাক্রঁকে বলেছেন ‘সত্যিকারের বন্ধু’ এবং শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপ হবে সে আশা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ম্যাক্রঁর ম্যাঁক্রর জয়কে স্বাগত জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি ম্যাক্রঁর সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন বার্তায় ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ম্যাক্রঁকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সুইডেন, রোমানিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডসের নেতারাও ম্যাক্রঁকে অভিনন্দন জানিয়েছেন। এই নির্বাচন দুটো ধাপে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *