ঢাকার ৪২ রুটে বাস চালাবে ২২ কোম্পানি

ঢাকার ৪২ রুটে বাস চালাবে ২২ কোম্পানি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস৷ যানজট নিরসনে এই কোম্পানিগুলোকে নির্দিষ্ট করার কথা ভাবছে বাস রুট র‍্যাশনালাইজেশন কমিটি৷

আনিসুল হক যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তখন তিনিও একই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন৷ তবে তিনি মারা যাওয়ার পর এই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, কমিটির বৈঠকে ঢাকায় বাস রাখার জন্য প্রাথমিকভাবে দশটি টার্মিনাল করার প্রস্তাব এসেছে৷

বৈঠক শেষে মেয়র সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আজকে বৈঠকে একটি প্রতিবেদন পেশ করেছেন প্রতিনিধিবৃন্দ৷ সেই প্রতিবেদন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি৷ ঢাকায় বাস চলাচলের ২৯১টি রুট রয়েছে, সেখানে প্রাথমিকভাবে আলোচনা করে আমরা রুট কমিয়ে ৪২টি করার চিন্তা করেছি৷ সেই ৪২টি রুটে ২৫০০ মালিকের বাস পরিচালিত হচ্ছে৷ সেখানে আমরা ২২টি কোম্পানি দিয়ে পরিচালনা করব৷ এই ২২টি কোম্পানির মাধ্যমে আমাদের বাস রুটগুলো পরিচালিত হবে৷’’

মেয়রের আশা, এ ব্যবস্থা কার্যকর হলে ওপর ঢাকায় যানবাহনের চাপ অনেক কমে যাবে৷ আগামী ৮ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকের আগে অংশীজনদের সঙ্গেও আলোচনা হবে বলে জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র৷DW



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *