ডিসেম্বরে হাসিনা-মোদির বৈঠক

আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি সরাসরি সম্ভব না হলে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী জানান, ডিসেম্বরের আগে করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন। আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করবেন।

ড. মোমেন বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কট, এয়ার বাবল চুক্তি, ৭-৮টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বৈঠকের সময় খুব কম। মাত্র এক ঘণ্টা আলোচনা হবে। তাই সব বিষয়ে আলোচনা করা খুব কঠিন হবে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, সীমান্ত হত্যা নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে, বিজিবি-বিএসএফ ওয়াদা করেছে এ বিষয়ে। আমরা চাই না সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটুক। সেখানে কোনো কিছু ঘটলে যৌথভাবে মনিটরিং করতে আমরা একমত হয়েছি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আকামা ও ভিসার মেয়াদ বাড়াবে। একইসঙ্গে বিমানের ফ্লাইট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

Originally posted 2020-09-28 20:25:42.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *