ঝিনাইদহে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু নামের একজন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ ঘণ্টা পর নদী থেকে প্রতিপক্ষ কাউন্সিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বুধবার রাত ৮ টার দিকে শৈলকূপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খান’র সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ ৫ জন আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিয়াকত আলী বল্টু শৈলকূপার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ঘটনার ৩ ঘণ্টা পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর আলমগীর হোসেন খান বাবুর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে ময়নাতদন্তে রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Originally posted 2021-01-14 10:24:32.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *