
জুলাইয়ে খুলবে মোনালিসার আবাসস্থল লুভ মিউজিয়াম

কোভিড-১৯ এর ফলে ১৩ মার্চ থেকে লকডাউনে থাকার পর জুলাইয়ে খুলছে মোনালিসার আবাসস্থল প্যারিসের লুভ মিউজিয়াম।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্টার রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাইয়ে লুভ মিউজিয়ামসহ অন্যান্য দর্শনীয় স্থান খুলে দেয়া হবে। তবে পরিদর্শনের জন্য দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। এবং প্রচুর আগমন এড়াতে আগে থেকে রিজার্ভেশনের ব্যবস্থা করা হবে।
Originally posted 2020-06-01 17:46:29.