কাশ্মির মুক্তির ডাক আল-কায়দার, চিন্তায় নয়াদিল্লি

আফগানিস্তান জয়ে তালেবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মিরের মুক্তির ডাক দিল আল-কায়দা। একই সঙ্গে বিশ্বের সমস্ত ইসলামি ভূমিকে তাদের শত্রুর হাত থেকেই মুক্ত করার আহ্বান জানিয়েছে তারা।

আমেরিকার সেনাবাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করে তালেবান। তালেবানের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল-কায়দা যেভাবে কাশ্মির মুক্তির ডাক দিয়েছে তাতে চিন্তা বেড়েছে নয়াদিল্লির।

প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই জম্মু-কাশ্মীরে গত কয়েক দিনে জঙ্গি তৎপরতা এবং হামলা বেড়েছে। তালেবান ক্ষমতায় আসার অব্যবহিত পরেই লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠী জম্মু-কাশ্মিরে লড়াইয়ের ডাক দিয়ে তালেবানের সহযোগিতা চেয়েছে। এবার কাশ্মির নিয়ে আল-কায়দার তৎপরতা নয়াদিল্লির উদ্বেগকে আরও বাড়াল।

আল-কায়দা এক বিবৃতিতে বলেছে, লেভান্ত, সোমালিয়া, ইয়েমেন, কাশ্মির এবং বাকি ইসলাম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। ওই বিবৃতিতে আমেরিকাকে আক্রমণ করে বলা হয়েছে, যারা অপমান করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ফের আফগানিস্তানকে মুক্তির স্বাদ দিয়েছে। -আনন্দবাজার পত্রিকা

Originally posted 2021-09-02 19:39:14.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *