করোনা: বাস নেই-লঞ্চ নেই, বাড়িতে যাওয়াও থেমে নেই

করোনা প্রকোপের কারণে ৭দিনের শিথিল লকডাউন শেষ হচ্ছে আজ (১১ এপ্রিল)।এরপর ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হবে।সপ্তাহব্যাপী এই লকডাউনে রাজধানীতে সীমিত আকারে সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। সেই সঙ্গে সড়কে গণপরিবহনসহ সবধরণের যানবাহনই চলাচল করেছে।তবে দূরপাল্লার সকল যানবাহন বন্ধ রাখা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) রাজধানীর মহাখালি-গাবতলী-সায়েদাবাদ এলাকায় দূরপাল্লার সব পরিবহন বন্ধ ছিলো।

এদিকে কঠোর লকডাউনের খবর শুনে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।কোনো প্রকার দুরপাল্লার পরিবহন চলছে না বলে কেউ খোলা ট্রাকে আবার কেউ ব্যক্তিগতভাবে প্রাইভেটকার ভাড়া করে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন।

বাড়ি যাওযার এই সব যাত্রীদের বেশিভাগই নিম্ন আয়ের মানুষ। তারা রাজধানীতে হকারি, ফল বিক্রেতা, লেবারসহ বিভিন্ন দিনমজুরের কাজ করতেন। করোনায় রাজধানীর সব বন্ধ থাকালে তাদের কাজও বন্ধ থাকবে। এই জন্য তারা বাড়ি ফিরতে চাইছেন।

এঅবস্থায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রুটে চলাচলকারী ফেরিগুলোতে গাদাগাদি করে পার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অধিকাংশ যাত্রীর মধ্যেই সচেতনতার বালাই নেন।

দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকা ও এর আশপাশের জেলা শহরগুলো থেকে খেটেখাওয়া সাধারণ মানুষ বিভিন্ন ছোট ছোট যানবাহনযোগে পাটুরিয়া ফেরি ঘাটে আসছেন। সেখান থেকে গাদাগাদি করে ফেরি পার হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন।

এখানে আসার পর অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, মাহিন্দ্র, মোটরসাইকেল, নসিমন, পিকআপসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যস্থলের দিকে রওনা করছেন তারা। সরকারিভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে তা মেনে চলার কোনো লক্ষণ দেখা যায়নি।

এদিকে লকডাউন শুরুর আগে ১২ ও ১৩ এপ্রিল দূরপাল্লার বাস চালাতে চান সড়ক পরিবহন মালিকরা। গত কয়েকদিন ধরে এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে পরিবহনের শীর্ষ নেতারা কথা বলে আসছেন।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের বলেন, আজ আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি, সুপারিশ তুলে ধরেছি ১২ ও ১৩ এপ্রিল দূরপাল্লার বাস চালানোর বিষয়ে অনুমতি দিতে। এছাড়া সড়কমন্ত্রীর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। সড়ক সচিব বলেছেন, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হবে। সেখানে বিষয়টি তোলা হবে।

ওসমান আলী বলেন, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস ও মিনিবাস আটকে পড়েছে। সেগুলো ঢাকায় ফিরতে পারছে না। এছাড়া ঢাকায়ও আটকে আছে বিভিন্ন জেলার বাস ও মিনিবাস।

Originally posted 2021-04-12 06:23:46.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *