
করোনার মধ্যেও বেড়েছে মাথাপিছু আয়

করোনাভাইরাসের মহামারির মধ্যেও দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে বছরে দুই হাজার ২২৭ ডলার হয়েছে।ডলারের বিপরিতে টাকার বিনিময় হার অনুযায়ী যা প্রায় এক লাখ ৮৭ হাজার ৬৮ টাকা। সে হিসেবে প্রতি মাসে গড় আয় ১৫ হাজার ৫৮৯ টাকা।
এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বছরে গড় আয় ছিল দুই হাজার ৬৪ ডলার।
অর্থাৎ করোনার বছরেও আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় আট শতাংশ।
সোমবার (১৭ মে) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় দুই হাজার ২২৭ ডলার। এসময়ে জিডিপিও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭ ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৭ হাজার ৩০০ কোটি ডলার।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ কবে থেকে চলবে তা নির্ভর করছে ভারতের করোনা পরিস্থিতির ওপর। আমরা ভারতের দিকে নজর রাখছি। গত কয়েকদিন ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। সেটা আমরা লক্ষ্য রাখছি।
তিনি বলেন, লকডাউন বাড়বে কি না সেজন্য আরো এক সপ্তাহ দেখব। এ সময়ের মধ্যে ভারতের একটি চিত্র আমরা পেয়ে যাব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
Originally posted 2021-05-17 19:34:47.