
করোনায় আক্রান্ত ফ্রান্স প্রেসিডেন্ট মাক্রোঁন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ বৃহস্পতিবার তার কার্যালয়ের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়৷
বৃহস্পতিবার ফ্রান্সেরপ্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দেহে আজ কোভিড-১৯ শনাক্ত হয়েছে৷’’ পিসিআর টেস্ট করিয়েছিলেন মাক্রোঁ৷ তাতেই কোভিড-এ পজিটিভ হওয়ার তথ্য বেরিয়ে আসে বলে বিবৃতিতে জানানো হয়৷
প্রেসিডেন্ট কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এমানুয়েল মাক্রোঁ এখন সাত দিনের আইসোলেশনে রয়েছেন৷ তার বেশ কিছু বিদেশ সফর ইতিমধ্যে বাতিল করা হয়েছে৷ লেবানন সফরও রয়েছে বাতিল হয়ে যাওয়া সফরের তালিকায়৷
তবে সব সফর বাতিল করে সাত দিন আইসোলেশনে থাকলেও ছুটিতে থাকছেন না ফরাসি প্রেসিডেন্ট৷ ঘরে বসে সব দাপ্তরিক কাজ করবেন তিনি৷
ইউরোপীয় কাউন্সিলের এক সভায় যোগ দিয়েছিলেন মাক্রোঁ৷ ফলে ইউরোপের দেশগুলোর অনেকেই এখন করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কায়৷
এদিকে গত কয়েকদিনে যারা মাক্রোঁর সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিত করা শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী জঁ কাস্তেঁ ইতিমধ্যে সাত দিনের আইসোলেশন শুরু করেছেন৷ বৃহস্পতিবার সেনেটে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল৷ তাতেও যোগ দেননি ফরাসি প্রধানমন্ত্রী৷
গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের এক সভায় যোগ দিয়েছিলেন মাক্রোঁ৷ ফলে ইউরোপের দেশগুলোর অনেকেই এখন করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কায়৷
তবে এমানুয়েল মাক্রোঁর সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বৈঠকটি হয়েছে এ সপ্তাহেই৷ ফলে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনিও থাকছেন কোয়ারেন্টিনে৷dw
Originally posted 2020-12-17 23:13:00.