
ঈদের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইয়ুব আলী (৭০) নামে এক ইমাম।
সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের জামাতে এ ঘটনা ঘটে।
মৃত ইমাম আইয়ুব আলী উপজেলার নন্দলালপুর আলিম মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইয়ুব আলী। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Originally posted 2020-05-25 16:57:53.