
‘অগ্নিসাক্ষী’র গল্পকেও হার মানালেন নাসির-তামিমা

১৯৯৬ সালের বলিউড সিনেমা ‘অগ্নিসাক্ষী’র গল্পকেও হার মানিয়ে দিলো নাসির-তামিমা। পর্দায় জ্যাকিশ্রফ-মনীষা-নানা পাটেকরের ত্রিভূজ প্রেমের সেই উপস্থাপন যেন ফিরে আসলো ২৫ বছর পর বাংলাদেশে।
চলচ্চিত্রে মনিষা কৈরালার শেষ পরিণতি হয় ভয়াবহ। নাসির-তাম্মী-রাকিবের পরিণতি কি হবে সেটা জানতে অপেক্ষা তো করতেই হবে।
সিনেমায় সাধারণ পরিবারের মেয়ে মনীষাকে বিয়ে করেন নানাপাটেকর। ভালোবাসেন পাগলের মতো। তবে সেই ভালোবাসার পুরোটাই ছিল কর্তৃত্ব, দখলদারিত্ব। একসময় দমবন্ধ এই পরিবেশ থেকে বের হতে চান মনীষা। সেসময় পরিচয় হয় বড় ব্যবসায়ী জ্যাকি শ্রফের সঙ্গে। গাঁটছড়াও বাঁধেন দুজনে।
নাসির যেমন শত সমালোচনার পরও তাম্মিকেই আগলে রাখছেন, জ্যাকি শ্রফও করেছেন তাই। বার বার ভেঙে পড়া মনীষাকে ফিরিয়ে এনেছেন ভালোবেসে।
সেই সিনেমারই যেন কিছুটা বাস্তব চিত্রায়ন দেখলেন বাংলাদেশের মানুষ।
Originally posted 2021-02-26 10:05:43.